WHAT'S NEW?
Loading...

বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করে ফেলুন সুস্বাদু খাবার


প্রত্যেক বাসায়ই খাওয়ার পর ভাত বেঁচে যায়। এই ভাত অনেকেই ফ্রিজে রেখে দেন, আবার অনেকে বাসি ভাত খেতে চান না বলে ফেলেই দিয়ে থাকেন। এখনো খুঁজলে হয়তো দুপুরের খানিকটা
বেঁচে যাওয়া ভাত পাওয়া যাবে ঘরে। কিন্তু এই বেঁচে যাওয়া ভাত ফ্রিজে না রেখে কিংবা ফেলে না দিয়ে সেটা দিয়ে বেশ সুস্বাদু কিছু তৈরি করতে পারবেন মাত্র ১০ মিনিটে। ভাবছেন কিভাবে? চলুন তবে দেখে নিন।

উপকরণঃ
- ৩ কাপ ভাত
- ১ টি ক্যাপসিকাম কুচি (ক্যাপসিকাম এর বদলে অন্য কোন সবজি ব্যবহার করতে পারবেন)
- ২ টি পেঁয়াজ কুচি
- ১ ইঞ্চি পরিমাণে আদা কুচি
- ২ টি কাঁচামরিচ কুচি
- ৪ কোয়া রসুন
- লবণ স্বাদমতো
- ২ টেবিল চামচ পানি
- ৩ টেবিল চামচ তেল
- আধা চা চামচ সরিষা দানা
- ১ চা চামচ পুদিনা বা ধনে পাতা কুচি (ইচ্ছা)
- ২ টেবিল চামচ চীনাবাদাম

প্রণালীঃ
- প্রথমে আদা, রসুন, কাঁচামরিচ এবং সামান্য পেঁয়াজ একসাথে বেটে বা ব্লেন্ড করে নিন।
- একটি প্যানে তেল গরম করে সরিষা দানা দিয়ে দিন। যখন তা ফুটতে শুরু করবে তখন ধনে বা পুদিনা পাতা দিয়ে নেড়ে নিন। যদি তা না চান তবে বাদাম দিয়ে ভেজে নিন খানিকক্ষণ।
- পেঁয়াজ কুচি দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পেঁয়াজ কুচি যেন শক্ত পোড়া পোড়া না হয়ে যায়। এরপর ব্লেন্ড করা মসলা দিয়ে দিন। নেড়ে নিয়ে কিছু পানি ছিটিয়ে দিন।
- খানিকক্ষণ নেড়ে ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নিন। ক্যাপসিকাম খানিকক্ষণ সেদ্ধ হতে দিন। ২ টেবিল চামচ পানি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- আঁচ কমিয়ে দলা ছাড়ানো ভাত দিয়ে দিন প্যানে।
- ভালো করে নেড়ে মিশিয়ে নিন পুরোটা। তবে দেখবেন ভাতে যেনো দলা না থাকে।
- এরপর চুলা থেকে মানিয়ে গরম গরম যে কোনো তরকারীর সাথে মজা নিন।


0 comments:

Post a Comment